Site icon suprovatsatkhira.com

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার যুব বন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : মহামারি করোনা নিয়ন্ত্রণে যথাযথ পরিকল্পনা গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে এবং বিনা মূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদান সহ অর্থনৈতিক হুমকিতে পড়া যুবকদের জরুরি ভিত্তিতে বেকার ভাতা ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় এক যুব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত যুব বন্ধনের আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা।

ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছারোয়ার আলম, কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান করোনা মহামারি নিয়ন্ত্রণে যথাযথ পরিকল্পনা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি থেকে বেরিয়ে এসে জনগণের সুস্বাস্থ্য প্রতিরক্ষার আহŸান জানান।

সভাপতির বক্তব্যে মো. মুবাশশীরুল ইসলাম তকী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি থেকে ছাটাইকৃত যুবকদের বিনা সুদে সরকারি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার জন্য এবং করোনা টেস্ট বিনা মূল্যে করার প্রতি সরকারের প্রতি দাবি জানান।

যুব বন্ধনে ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক ডা. মো. খাইরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আসাদুল্লাহ, মো. ইদ্রীস আলী, মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র যুব বন্ধনটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. মো. জাহিদুল বাশার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version