জুলাই ১৩, ২০২০
আশাশুনি থানায় অভিযোগ দিতে এসে পেলেন খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিনিধি : পুলিশ ও জনগণের মধ্যে সেঁতুবন্ধন সৃষ্টির লক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘পুলিশ জনগনের বন্ধু’ প্রমাণিত এ সত্যটা প্রতিষ্ঠিত করতে নানান মহতী কাজ করে আবারও সকলের কাছে প্রশংসিত হয়েছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর। সোমবার (১৩ জুলাই) সকালে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিতে এসে থানা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেলেন বানভাসি দুই অভিযোগকারী। আশাশুনি সদরের বলাবাড়িয়া গ্রামের মৃত সুখপদ সরকারের ছেলে দিপংকর সরকার ও স্ত্রী ময়না রানী সরকার থানায় লিখিত অভিযোগ করতে এলে থানার অফিসার ইনচার্জ তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তারা গরিব ও অসহায়। এ সময় তিনি অভিযোগকারীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় থানা পুলিশের অফিসারবৃন্দ ও আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. ওসি গোলাম কবীর থানায় যোগদানের পর থেকে কোন প্রকার টাকা পয়সার লেনদেন, কোন দালাল বাটপারের উৎপাত দেখা যাচ্ছে না বলে উল্লেখ করছেন উপজেলাবাসী। এজন্য ওসি গোলাম কবীর আশাশুনিবাসীর নয়নের মনি হয়ে উঠেছেন। 8,962,827 total views, 18,577 views today |
|
|
|