Site icon suprovatsatkhira.com

আশাশুনির স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা একজন সফল করোনা যোদ্ধা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা। স্যানিটারি বিভাগ সামলানোর দায়িত্ব হলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে প্রচার-প্রচারণা থেকে শুরু করে করোনার নমুনা সংগ্রহকারী টিমের নেতৃত্ব দিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল করোনা যোদ্ধা হিসেবে।

করোনার নমুনা সংগ্রহের কাজটি প্যাথোলজি বিভাগের হলেও কোন আপত্তি ছাড়াই মানুষের সেবায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ভয়াবহ ঝুঁকিপূর্ণ এ দায়িত্বটি। করোনার নাম শুনলে যখন মানুষ পালাতে চাইছে ঠিক তখনই জীবনের মায়া ত্যাগ করে দেশ ও গণমানুষের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন এক মহান ব্রত নিয়ে। রাত নেই দিন নেই যখন কোথাও কোন সম্ভাব্য করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে তখনই ছুটে যাচ্ছেন তিনি তার ছোট দলটাকে নিয়ে। ঝুঁকিপূর্ণ এ দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে তিনি উপজেলাবাসীর কাছে একজন সাহসী এবং মহৎ ব্যক্তি হিসেবে মানুষের দোয়া ও ভালোবাসা কুড়িয়ে চলেছেন।

তার সাথে কথা বলে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাস থেকে তিনি ভোমরা স্থল বন্দরে করোনার তাপমাত্রা মাপার ডিউটি শুরু করেন। পরে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে নিজ কর্মস্থল আশাশুনিতে শুরু করেন করোনা উপসর্গ রোগীর স্যাম্পল বা নমুনা সংগ্রহ করা।

গোলাম মোস্তফা বলেন, আমার চাকরি আর বেশি দিন নেই। জীবনের শেষ সময়ে এসে দেশ সেবার এ সুযোগটি আমি কাজে লাগাতে চাই। জানি এটা ঝুঁকিপূর্ণ তবুও কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। এ দায়িত্ব পালন করতে গিয়ে পরিবার পরিজন থেকে একেবারে আলাদা রয়েছি। পরিবারকে সুস্থ রাখতে আলাদা একটি নির্জন বাসায় একাই বসবাস করছি।

তবে দুঃখ প্রকাশ তিনি করে বলেন, নমুনা সংগ্রহ করি বলে অনেকেই আমাদের দেখে দুরে সরে যায়। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক কর্মচারী বা পাশের বাসার লোকজন আমাদেরকে ঘৃণার চোখে দেখেন। প্রথমে খারাপ লাগলেও এখন ওসব আর গায়ে মাখি না। কাজ করলে পুরস্কার তিরস্কার দুটোই জুটবে। ঘৃণা বা অপমান যাই জুটুক এ মহান দায়িত্ব পালন করে যাব শেষ নিশ্বাস পর্যন্ত। তবে দুঃখ লাগে কমপ্লেক্সে ঢুকলে যখন দেখি যেসব কর্মচারী আমাদের দেখে দুরে পালাচ্ছে তারাও সুযোগ বুঝে নিজেকে করোনা যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দৌড়ঝাঁপ করছেন।

দোয়া চেয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন- পরিবার ও দেশকে করোনার হাত থেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, সাবান দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন আর বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version