নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা’র (সাস) পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপবৃত্তির চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস’র পক্ষ থেকে চলতি বছরে মোট ৪৫ জনে মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাস’র প্রকল্প সমন্বয়কারী শাহ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক শেখ আবদুল হান্নান প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/