Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটের মারপিটে আলাউদ্দীন আল আজাদ নামে মৎস্য ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। সে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে চাম্পাফুল কালিবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটে। আজাদ জানান, দুপুরে আমি চা পান করতে কালিবাড়ি স্কুল গেটের সামনে এমান আলীর দোকানে যাই। সেখানে আমার পরিচিত কালুর সাথে কথা বলার সময় বৈকরঝুঁটি গ্রামের বাহারুল ইসলামের ছেলে মাদকাসক্ত মফিজুল (২৯) আমার সাথে অহেতুক তর্ক শুরু করে। এক পর্যায়ে সে আমার মাথায় কাচের বোতল দিয়ে একাধিক আঘাত করলে আমি পড়ে যাই। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version