নিজস্ব প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে আশাশুনির একটি মৎস্য সেটের ২ জনকে জরিমানা ও তাদের অপ-দ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মহেশ্বরকাটি মৎস্য সেটে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা।
এ সময় মৎস্য সেটের চায়না ফিসকে অপ-দ্রব্য পুশকৃত ৩০ কেজি মাছ ক্রয় করে নিজের কাছে রাখার অপরাধে ২ হাজার টাকা ও বাঁকড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী হাসানের অপ-দ্রব্য পুশকৃত ২০ কেজি বাগদা চিংড়ি আটক করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারক। পরে অপ-দ্রব্য পুশকৃত মাছগুলো প্রকাশ্যে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।