নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে গোয়ালডাঙ্গা গ্রামের শাহীন সরদারের স্ত্রী লিপি খাতুন (৩৮)। তার স্বামী ও সে মিলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশের অভিযোগ। বুধবার (২২ জুলাই) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই হাসানুজ্জামান ও নারী কনস্টেবল আঁখি কীর্ত্তনিয়ার সহায়তায় ৫১ বোতল ফেন্সিডিলসহ লিপিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সংক্রান্তে আশাশুনি থানায় ১৮(০৭)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। আটক লিপিকে বৃহস্পতিবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।