নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াকুব হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৭ টায় উপজেলার বুধহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে দেখতে পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত্যুকালে মা-বাবা, ভাই ও স্ত্রী রেখে গেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/