নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বেউলায় গভীর রাতে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ জুলাই) রাতে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের সুকুমার ব্যানার্জীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জেরী জানান, রবিবার রাতে কোন একটি চক্র জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওষুধের মাধ্যমে অচেতন করে ফেলে। এরপর তারা ঘরের আলমারি, বাক্স, ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে কোন এক সময় চলে যায়। সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক সুকুমার ব্যানার্জী (৪৫), ছেলে ভিক্টর (১৭), স্ত্রী জয়শ্রী (৩৫) এবং মা ছবি রানী (৭৫) কে স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করেছি। এরপর থানা পুলিশকে অবহিত করলে সকালে আশাশুনি থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
আশাশুনিতে অচেতন করে ঘরের গ্রিল কেটে স্বর্ণলংকার চুরি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/