Site icon suprovatsatkhira.com

আমরা সচেতন হলেই সার্বিক উন্নয়ন সম্ভব হবে-মুস্তফা লুৎফুল্ল্যাহ এমপি

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের নব নির্মিত ভবনের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্ল্যাহ।

এ সময় তিনি বলেন, ‘আমরা সচেতন হলেই সার্বিক উন্নয়ন সম্ভব হবে। এক সময় আমরা অনুন্নত বিদ্যালয়ে পড়াশোনা করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সব প্রাথমিক বিদ্যালয় সরকারি করে দিয়েছেন। শিক্ষকদের বেতন চারগুণ করে দিয়েছেন। সব কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বাধুনিক প্রযুক্তির ভবনের ব্যবস্থা চলমান রয়েছে’।

তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে হবে। বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করতে হবে। সর্বোপরি এ সমস্ত অবকাঠামো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। না হলে এই উন্নয়ন কখনোই দীর্ঘস্থায়ী হবে না’। এ সময় তিনি স্থানীয় কয়েকটি অবকাঠামো উন্নয়ন বিষয়ক আলোচনাও করনে।

উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার মোজাফফর হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন, কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী সাইদুল হাসান, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা পারভীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি সদস্য ইয়ার আলী, সীমান্ত প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version