প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন ভূমিহীন সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাবুলিয়া বাজারে দুর্নীতির প্রতিবাদে আলোচনা সভায় শাহাজাহান হোসেন ছোট বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ জয়নুল আবেদীন জসি। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আগদাঁড়ী ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান হবি।
ৎবিশেষ অতিথি ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. মমিন হাওলাদার, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি মো. তৈয়েবুর রহমান (বনো), যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলী, সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ, মো. শামছুর রহমান (ইউপি সদস্য)। বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির সহ নেত্রী আফরোজা বেগম, জেলা, থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ভূমিহীন অসহায় দারিদ্র্য পরিবার কোন ইউনিয়ন ও ওয়ার্ডে করোনা ভাইরাসের উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিমাণ উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে তাতে করে কোন মানুষ এই ত্রাণের মাল সঠিকভাবে পাচ্ছে না। বক্তারা আরো বলেন, যত প্রকার খাস জমি অসহায় ভূমিহীনদের মাঝে গণ প্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাসের প্রতি বিশ্বাস খাস জমি ভূমিহীনরা পায়। বক্তারা বলেন, যে সমস্ত খাস জায়গা ভূমি দস্যুদের দখলে আছে সেই সকল খাস জমি ভূমিদের হাত থেকে উদ্ধার করে যাচাই-বাছাইকৃত ভূমিহীনদের মাঝে চিরস্থায়ী বন্দোবস্তো পেতে পারি। বিভিন্ন এলাকা থেকে জানা গেছে ভুয়া ভূমিহীন নেতা সেজে ভূমিহীনদের কাজ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অর্থ লুটে নিচ্ছে, সকল এলাকার জনসাধারণকে জানাচ্ছি আপনার ভুয়া ভূমিহীন নেতাদের কাছে অর্থ লেনদেন করবেন না, লেনদের করলে আপনারা আইনের আশ্রয় গ্রহণ করুন, তাছাড়া ভূমিহীন নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না’।