নিজস্ব প্রতিনিধি : কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরি স্থায়ীকরণ, চাকুরি শুরু থেকে ইনক্রিমেন্ট, ১১তম গ্রেড প্রদান, পদোন্নতির ব্যবস্থা ও প্রবৃদ্ধি ফান্ডের ব্যবস্থার দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশন।
উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে তাদের চাকুরি স্থায়ীকরণসহ চাকুরি শুরু থেকে ইনক্রিমেন্ট দেওয়া, ১১তম গ্রেড দেওয়া, পদোন্নতির ব্যবস্থা ও প্রবৃদ্ধি ফান্ডের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বজলুর রহমান (বাবু), সম সেলিম রেজা, সাইফুজ্জামান সাগর, সাইদুল বাশার, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ আলীমুন রাজীব, আশরাফ হোসেন, সেলিনা খাতুন, সোহেলী সুলতানা, অমিত সরকার, বাসুদেব মন্ডল, আছাফুজ্জামান, হরিদাস, দেবব্রত, তানিয়া, ইয়াসমিন, আবু রায়হান, আলীমুদ্দীন, ফিরোজ আহম্মেদ, অলোকা রানী, অনামিকা, রবীন্দ্রনাথ, ফারজানা, স্বীতি রানী, মোজ্জাম্মেল, কল্পনা, রবিউল ইসলাম ও আইয়ুব আলী।