নিজস্ব প্রতিনিধি : কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরি স্থায়ীকরণ, চাকুরি শুরু থেকে ইনক্রিমেন্ট, ১১তম গ্রেড প্রদান, পদোন্নতির ব্যবস্থা ও প্রবৃদ্ধি ফান্ডের ব্যবস্থার দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশন।
উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে তাদের চাকুরি স্থায়ীকরণসহ চাকুরি শুরু থেকে ইনক্রিমেন্ট দেওয়া, ১১তম গ্রেড দেওয়া, পদোন্নতির ব্যবস্থা ও প্রবৃদ্ধি ফান্ডের ব্যবস্থা করার দাবি জানানো হয়।