জুলাই ৯, ২০২০
স্বেচ্ছাসেবীদের নিরাপত্তায় সাংসদ এস এম জগলুল হায়দারের উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি : করোনা মহামারির মধ্যে শ্যামনগরের ৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সুরক্ষা সরঞ্জাম উপহার দিয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকাল ৫ টায় এমপি জগলুল হায়দারের বাস ভবনে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারি শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে শ্যামনগরের স্বেচ্ছাসেবক সংগঠন গুলো। তাদের কাজ আরও বেড়ে যায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে। শ্যামনগরের ছয়টি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রায় হাজার খানেক কর্মী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানবতার সেবায়। সুরক্ষা সামগ্রী ছাড়া জনগণের সাথে কাজ করা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কোভিড ১৯ এর প্রভাব আরো বেড়ে যায় ফলে বেড়ে যায় লকডাউনের পরিধি। স্বেচ্ছাসেবীদের ঝুঁকি নিয়ে করা কাজ নজর এড়ায়নি শ্যামনগরের অভিভাবক এস এম জগলুল হায়দারের। সাথে সাথে স্বেচ্ছাসেবীদের জন্য সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করেন তিনি। এ বিষয়ে এস এম জগলুল হায়দার বলেন, ‘নিরাপদে থেকেই কাজ করে যেতে হবে স্বেচ্ছাসেবীদের। একই সাথে মানুষকে করতে হবে সচেতন। করোনাভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে জয় পেতে সবাই মিলে কাজ করতে হবে। সামনে থেকে যার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কোভিড যোদ্ধাদের নিরাপত্তায় পিপিই গাউন, ফেস শিল্ড, এন ৯৫ প্রোটেকটিভ ফেস মাস্ক, হ্যান্ড গেøাভস ও হ্যান্ড স্যানিটাইজার সহ সম্পূর্ণ সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে’। সেচ্ছাসেবকদের জন্য সাংসদ জগলুল হায়দারের এমন উদ্যোগের সাথে থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সফটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা শারমিন। তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য, করোনা পরিস্থিতির এই কঠিন সময়ে স্বেচ্ছাসেবীদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত’। পুরো বিষয়টি সমন্বয় করেছে রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরিচালক আরাফাত রহমান হীরা বলেন, ‘মানবতার সেবায় সব সময় কাজ করতে চায় রহমান ফাউন্ডেশন। আগামীতে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে’। এর আগেও মানবতার সেবায় স্বেচ্ছাসেবী এবং জনগণের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মানুষদের দাফন-কাফন থেকে শুরু করে আক্রান্তের বাড়ি লকডাউন, তাদের বাজার করে দেয়া সব খানেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, স্টুডেন্টস সলিডারিটি, শ্যামনগর অনলাইন বাট ব্যাংক, শ্যামনগর বøাড ব্যাংক, শব্দের ফেরিওয়ালা ও উৎসর্গ সোসাইটি প্রাণন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের পাশে থাকতে। 7,963,650 total views, 6,875 views today |
|
|
|