Site icon suprovatsatkhira.com

সুশীলনের উপকার-ভোগীদের মাঝে চেক ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে সুশীলনের উপকার-ভোগীদের মাঝে চেক ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়েছে। অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় ও সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে বুধবার (১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সামাজিক দুরত্ব বজায় রেখে চেক ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস হস্তান্তর করা হয়। ৎ

এ সময় আটুলিয়া ও বুড়িগোয়ালী ইউনিয়নের ১৫ টি সিবিওতে ১৭ হাজার ১শ’ ৪০ টাকার (আপদকালীন তহবিল) ফুড ব্যাংক চেক ও ৮ টি সিবিওতে রেজিস্ট্রেশন খরচ বাবদ ৫ হাজার টাকার চেক বিতরণ করেন সুশীলনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধ করার জন্য ৩৫ টি সিবিওতে হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান সহ কর্ম-এলাকার সকল সিবিও সভাপতি।

এছাড়াও সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের এফ এফ দিবাকর ঘোষ, মীর হাছিবউল্যাহ, শহীদুল ইসলাম এবং অ্যাকাউন্টস অফিসার রাজু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version