ডেস্ক রিপোর্ট : সিনিয়র জেলা জজ পদে অভিষিক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সিনিয়র জেলা জজ পদে অভিষিক্ত হওয়ায় সাতক্ষীরার বিচার বিভাগসহ আইনজীবীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি ১৯৯৫ সালের ৩০ নভেম্বর বিচারক হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন সাতক্ষীরায়। বিচার বিভাগে সহকারী জজ হিসেবে যোগদান করে টানা ২৬ বছরের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাতক্ষীরাতে সিনিয়র জেলা জজ পদে অভিষিক্ত হয়েছেন। তাঁর কর্মজীবনে জেল খানার বন্দীদের সকালের খাবার পোড়া রুটি আর গুড়ের মেনু পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখে বাংলাদেশের কারাবন্দিদের হৃদয়ের জজ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন।
এছাড়া তিনি জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে সুবিচার পৌঁছে দিতে নিরলস ছুটে চলেছেন। করোনাকালে সাতক্ষীরার বিভিন্ন স্থানে তিনি কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণসহ স্বাস্থ্য সচেতনতায় প্রচারাভিযান চালিয়ে মানবিক মানুষ হিসেবে জেলা বাসির মন জয় করে নিয়েছেন।