জুলাই ১, ২০২০
সাতক্ষীরা সদর এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ
জিয়াউর সেলিম বিন যাদু : সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৭৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা প্রতিরোধে বয়স্ক ও শিশুদের প্রতি অনেক বেশি যতœবান হতে হবে। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে। স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহŸান জানান এমপি রবি।’ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাপ্তাহিক ইচ্ছেনদী’র চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 8,022,472 total views, 32 views today |
|
|
|