প্রেস বিজ্ঞপ্তি : গত ২৬ জুলাই সকাল সাড়ে ৯টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ এর মৃত্যুতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট পরিবার গভীরভাবে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক, নির্বাহী সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এস এম শওকত হোসেন, মকছুমুল হাকিম, শাহাদাত হোসেন, শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, কাউন্সিলার জ্যোৎন্সা আরা, শেখ আব্দুর রশিদ ও ইউনিট অফিসার হায়দার আলী সহ যুব রেড ক্রিসেন্টের সকল সদস্যবৃন্দ।