ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপক‚লের শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ১শ’ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে নন-ফুড আইটেম বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে ও দুপুরে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও পরে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই নন-ফুড সামগ্রী বিতরণ করা হয়।
.এ সময় উপস্থিত থেকে ঘর মেরামতের যন্ত্রপাতি, হাইজিন পার্সেল, কিশোরী ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা প্রসাধনী, ত্রিপল, বালতি ইত্যাদি তুলে দেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. হায়দার আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির, নির্বাহী সদস্য শেখ হারুন অর রশিদ, শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা সাকিল, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, কামরুল ইসলাম, শেখ মুসা কাজিম, মো. ইলিয়াস হোসেন, মো. মোস্তাকিম হোসেন, মো. মহিদুজ্জামান মিলন, মো. কাজী মুনতাসীর, মো.আরিফিুল ইসলাম প্রমুখ।