জুলাই ১৯, ২০২০
সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মাঝে রেইনকোট বিতরণ
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম। এ সময় তিনি বলেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকতা একটি মহৎ পেশা কোন অবস্থাতেই এ সুনাম নষ্ট করা যাবে না। সর্বদা আক্রোশ ও প্রতিহিংসামূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আবুল কালাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, সাংবাদিক এম ঈদুজ্জামান ঈদ্রিস, আমিনুর রশিদ, মতিয়ার রহমান মধু, এসএম রেজাউল ইসলাম, এসএম আকরামুল ইসলাম, জগনাথ রায়, ডা. মহিদার রহমান, শহিদুল ইসলাম, খন্দকার আনিছুর রহমান, শেখ হাসান গফুর, মনিরুজ্জামান তুহিন, জাকির হোসেন মিঠু, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী, স,ম মশিউর রহমান ফিরোজ, জিএম মোশাররফ হোসেন, আব্দুল আল মাসুদসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 8,022,530 total views, 90 views today |
|
|
|