Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ১৪৬ জনের মাঝে ৭৩ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১২টায় সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘অসহায় মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা দিচ্ছেন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে কোটি কোটি টাকা। এই টাকা নিয়ে আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ হবেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করবেন। যতদিন আছে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিনা হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। জেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ১শ’৪৬ জন রোগীর মাঝে ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version