জুলাই ৭, ২০২০
সাতক্ষীরায় ১৪৬ জনের মাঝে ৭৩ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১২টায় সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘অসহায় মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা দিচ্ছেন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে কোটি কোটি টাকা। এই টাকা নিয়ে আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ হবেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করবেন। যতদিন আছে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’ 8,956,852 total views, 12,602 views today |
|
|
|