জুলাই ২৫, ২০২০
সাতক্ষীরায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই ¯েøাগানে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস জনিত বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্য বিধি মেনে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ কর্মসূচির আওতায় ৫ম দিন সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌর দিঘিতে বিভিন্ন প্রজাতির এ মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, ফিল্ড অ্যাসিসন্টেন তপেস কুমার সরকারসহ মৎস্য অধিদদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসূচির আওতায় গত ২২ জুলাই মঙ্গলবার ২য় দিন জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। ২৩ জুলাই বুধবার ৩য় দিন বৃহস্পতিবার মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য এবং পশু খাদ্য সংক্রান্ত আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন সদর উপজেলা মৎস্য অফিসের টিম ও পুলিশ ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে করেন। এ সময় মৎস্য অধিদপ্তরের লাইসেন্স বিহীন মৎস্য ও পশু খাদ্য বিক্রির অপরাধে কাটিয়ার এলিয়া ফিস লিমিটেডকে ২০ হাজার টাকা ও ডে নাইট মোড় মেসার্স এ্যানি এগ্রো ফিসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ২৪ জুলাই শুক্রবার ৪র্থ দিন মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি পানি পরীক্ষা হয়। 7,969,159 total views, 2,793 views today |
|
|
|