Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য অফিসের সামনে থেকে উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা মৎস্য অফিস চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, ফিল্ড অ্যাসিসটেন্ট তাপস কুমার সরকারসহ মৎস্য অধিদদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
করোনা ভাইরাস জনিত বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্য বিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর সপ্তাহ ব্যাপী নি¤œ বর্ণিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২২ শে জুলাই ২য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৩শে জুলাই ৩য় দিন মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য সংক্রান্ত আইন বাস্তবায়ন, ২৪শে জুলাই ৪র্থ দিন মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি পানি পরীক্ষা, ২৫শে জুলাই ৫ম দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৬শে জুলাই ৬ষ্ঠ দিন চাষি/ সুফল ভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, ২৭শে জুলাই ৭ম দিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মত বিনিময় ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর সমাপ্তি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version