Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় নতুন ৩১ জনসহ মোট ২৭১ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা টেস্ট করে ৩১ জনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২শ’ ৭১ জনে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১ জনের মৃত্যুসহ জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ জুলাই) সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১শ’ ১৫ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, ‘আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের সার্বিক স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version