Site icon suprovatsatkhira.com

সদর উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের পুকুরে সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুকুরে অবমুক্ত করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সদর উপজেলার সকল সরকারি জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হবে জানিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version