শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্যামনগর ফুটবল একাডেমিকে ফুটবল প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে ৪টি ফুটবল প্রদান করেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
একাডেমির চেয়ারম্যান, সাবেক বাংলাদেশ জাতীয় দল এবং বসুন্ধরা কিংস এর খেলোয়াড় আলমগীর কবীর রানা ও তার সহযোগী মেহেদী হাসানের হাতে ফুটবলগুলো তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান পর্যায়ক্রমে খেলার সামগ্রী ও অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/