শ্যামনগর অফিস : শ্যামনগরের মুনছুর সরদার গ্যারেজ বাজারের নাইট গার্ডকে বেঁধে রেখে দেশীয় অস্ত্র নিয়ে বাজারের তিনটি দোকান ঘর ভাঙচুর ও মালামাল লুট-পাট করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
বাজার কমিটির সেক্রেটারি আব্দুর রশিদ গাজী জানান, ‘বাজারে নাইট গার্ড শামসুর রহমান ও আল-মামুনকে বেঁধে রেখে বুধবার দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ উত্তর কদমতলা গ্রামের মৃত পানাউল্লাহ গাজীর ছেলে মুজিবর, মিকাইল, হাবিবুর, বাবর আলী ও আব্দুল আজিজ, একই এলাকার ফরিদ গাজীর ছেলে শিমুল ও শিউলী, জিয়াদ গাজীর ছেলে হারুন ও হেলাল এবং আব্দুল আজিজের ছেলে আল-মামুন সহ বহিরাগত ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তিনটি দোকান ঘর ভাঙচুর করে ও মালামাল লুট-পাট করে নিয়ে যায়’।
তিনি আরও জানান, ‘ওই তিনটি দোকানের একটি মুদি দোকান, একটি ঔষধের দোকান ও একটি ডাক্তারের চেম্বার ছিল। দোকানদাররা হলো, নুর হোসেন, আইয়ুব আলী ও ডাক্তার রফিকুল ইসলাম। তাদের আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাসুদ বাদী হয়ে ১০ জন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
বাজার কমিটির সভাপতি ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, ভয়াবহ করোনার মধ্যে যারা এ ঘটনাটি ঘটিয়েছে খুবই মর্মান্তিক। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা উচিত।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রæত আটক করে আইনের আওতায় আনা হবে’।