Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সমাজসেবার উদ্যোগে চিকিৎসা চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদ রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ২৫ জন রোগীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version