শ্যামনগর অফিস : বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শত বার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে শ্যামনগরে বৃক্ষ রোপণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতি উপজেলায় ১শ’ টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে শ্যামনগর আতরজান মহিলা মহা-বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিঞা, কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসনাত, উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক এবং মহা-বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।