জুলাই ১৬, ২০২০
শ্যামনগরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ তুঙ্গে
শ্যামনগর অফিস : পাঁচ দশকেরও বেশি সময় ধরে অন্যের ভোগ দখলে থাকা ৮৩ শতক জমি জবর দখল করে নেয়ার আগাম ঘোষণা দিলেন দুই সহোদর ভাই নকিপুর গ্রামের শিমুল ও সুমন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সাথে আদালতে বিচারকার্য চলমান থাকা সত্তে¡ও দুই সহোদর ভাই ভবানীপুরের কিসমত ও শাহাদাৎসহ আরও কয়েকজনকে নিয়ে দ্রæত সময়ের মধ্যে জমি দখলের ঘটনা ঘটিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য শিমুল ও সুমনের বাড়ি শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে হলেও দুই সহোদর ভাই তাদেরই নিকটাত্মীয় ভবানীপুরের কিসমত ও শাহদাৎসহ অন্যদের সাথে মিলে উপজেলার নুরনগর ইউনিয়নের ভবানীপুর মৌজার সাংবাদিক প্রভাষক ছামিউল ইমাম আযম মনিরের পৈতৃক জমি দখলের জন্য পাঁয়তারা শুরু করেছে। প্রকাশ থাকে যে নিলাম সূত্রে ক্রয় করার পর থেকে ছামিউল ইমাম আযমের দাদা ও পিতা মরহুম অধ্যাপক নজরুল ইসলাম প্রায় পঞ্চাশ বছর ধরে উক্ত জমি বাধা বিপত্তিহীনভাবে ভোগ দখল করছিল। কিন্তু সম্প্রতি ছামিউল ইমাম আযমের পিতার মৃত্যুর পর থেকে কিসমত, শাহাদাৎ ও শিমুল এবং সুমনসহ তাদের পোষ্য কিছু লাঠিয়াল ঐ জমি জবর দখলের হুমকি দিয়ে আসছে। চাষের সময় শুরু হওয়া সত্তে¡ও কাউকে যেমন চাষ করতে দিচ্ছে না, তেমনি জমিতে গেলে খুন জখমের হুমকি পর্যন্ত দিচ্ছে বলেও ছামিউল মনিরের বৃদ্ধ মাতা মামছুন্নাহার বেগম অভিযোগ করেছেন। উল্লেখ্য ছামিউল মনিরের দাদা মরহুম গোলাম আহম্মদ নিলাম ক্রয়ের পর মামলা করে একটি ডিক্রির ভিত্তিতে কিসমত ও শাহাদাৎ গং ৯৮ নিলাম হওয়া ৯৮ শতক জমির মধ্যে মাত্র ১৫ শতক জমির মালিকানা পেয়ে তা দীর্ঘ তিরিশ বছর ধরে নির্বিঘেœ ভোগ দখল করে আসছে। একই ভাবে ক্রয়কৃত নিলামের ৯৮ শতকের মধ্যে ১৫ শতক হারিয়ে ছামিউল ইমাম আযমের পিতা বাকি ৮৩ শতক জমি কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই ভোগ দখল করে আসছে। কিন্তু ২০১৭ সালে ছামিউল ইমাম অযম মনিরের পিতার মৃত্যুর দুর্ধর্ষ প্রতিপক্ষ লোকজন নিয়ে পৈতৃক সূত্রে প্রাপ্ত ছামিউল ইমাম আযমের ভোগ দখলে থাকা বাকি জমি জবর দখলের পাঁয়তারা শুরু করেছে। যেকোনো মুহ‚র্তে সেখানে শাান্তি শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কাও করা হচ্ছে। এ বিষয়ে যে কোন দুর্ঘটনার পূর্বেই আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন ছামিউল ইমাম আযমের পরিবার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমন শিমুল এর সাথে যোগাযোগ করে তাদের বক্তব্য জানা না গেলেও তাদেরই নিকটাত্মীয় মোশারফ জানিয়েছে তাকে জমি চাষ করতে নিষেধ করা হয়েছে। 7,974,007 total views, 7,641 views today |
|
|
|