Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপক‚লবর্তী বুড়িগোয়ালিনী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের আহŸান, ৩টি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার (০৬ জুলাই) বেলা ৩ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারের ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণের লক্ষে ৩ মাস ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পৃথক পৃথক জায়গায় ৩ টি করে বৃক্ষ রোপণ করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগ।

এ সময় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম মিজানুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক গোপাল কুমার গাইন, মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল বলেন, মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে পর্যায়ক্রমে শ্যামনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version