জুলাই ৬, ২০২০
শ্যামনগরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপক‚লবর্তী বুড়িগোয়ালিনী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের আহŸান, ৩টি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার (০৬ জুলাই) বেলা ৩ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারের ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণের লক্ষে ৩ মাস ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পৃথক পৃথক জায়গায় ৩ টি করে বৃক্ষ রোপণ করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগ। এ সময় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম মিজানুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক গোপাল কুমার গাইন, মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল বলেন, মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে পর্যায়ক্রমে শ্যামনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। 8,950,567 total views, 6,317 views today |
|
|
|