Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সুপেয় পানির ট্যাংক বিতরণ

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : নদী ভাঙন কবলিত উপক‚লীয় অঞ্চল শ্যামনগরে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য ১ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ৭০ টি পানির ট্যাংক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ট্যাংক বিতরণ করা হয়। ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্থায়নে ট্যাংক বিতরণের আলোচনায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ও প্রভাষক সাইদুজ্জামান সাইদ। এ সময় ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী পরিবার সহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version