নিজস্ব প্রতিনিধি : আশাশুনির ২৩নং শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক সভাপতি এটিএম আক্তারুজ্জামান, ইউপি সদস্য লিয়াকত আলী বিশ্বাস, সমাজসেবক নজরুল ইসলাম ও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সভায় উপস্থিত অভিভাবকদের আলোচনায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কেন্দ্রিক একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলির মধ্যে সভায় উপস্থিত সদস্যদের মধ্যে অভিভাবক সদস্য নির্বাচন হবে। আগামী ২২ জুলাই দুপুর ১২টার মধ্যে প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে স্কুলে জমা দিতে হবে। বিদ্যুতসাহী সদস্যদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে। সভায় অনুপস্থিত কোন অভিভাবক নির্বাচনে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন না। বৃহস্পতিবার (২৩ জুলাই) ক্লাস্টার কর্মকর্তার অনুমতিক্রমে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গেছে।