নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২শ’ ৫ পিচ ইয়াবাসহ মো. সবুজ হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে সদর উপজেলার বাদিলকি এলাকার মো. জাকির হোসেনের ছেলে। র্যাব জানায়, সোমবার (২৭ জুলাই) বিকেলে সিনি. এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল সদর থানাধীন বাদিলকি গ্রামে কাজিরপুকুর নামক এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সবুজ হোসেনের কাছে থাকা ২শ’ ৫পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনি. এএসপি মো. বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/