জুলাই ১৫, ২০২০
যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে কলারোয়ায় দোয়া অনুষ্ঠান
লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রæপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে কলারোয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) যোহরের নামাজ শেষে দৈনিক যুগান্তরের কলারোয়া প্রতিনিধি মুজাহিদুল ইসলামের কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রæপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে সারা দেশে গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, সিনিয়র-সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য এমএ আজিজ, সাংবাদিক ফারুক রাজ, শেখ রাফাত হোসেন, সেলিম হোসেন, রাজু রায়হান, রাসেল হোসেন প্রমুখ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দারুল উলুম আল জামিয়া মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা কামরুল ইসলাম। 8,017,290 total views, 2,343 views today |
|
|
|