জুলাই ১৫, ২০২০
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের মৃত্যুতে এমপি রবির শোক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা মীর মোস্তাক আহমেদ রবি। মো. আবুল খায়ের সরদার মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আবুল খায়ের সরদারের মৃত্যুতে এমপি রবি বলেন, মো. আবুল খায়ের সরদার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার একজন ভাল মানুষ ছিলেন। তিনি আমাকে খুবই ভালোবাসতেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সাতক্ষীরাবাসিকে শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। 7,987,930 total views, 4,200 views today |
|
|
|