ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মহাসিন হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
মহাসিন হোসেন বাবলু শনিবার রাতে রসুলপুরস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। শোক প্রকাশের পাশাপাশি সকলকে করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহŸান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/