জুলাই ২৩, ২০২০
ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা লুৎফর সরদারের স্মরণ সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর রহমান সরদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় দেবহাটার লাইট হাউজ ভবনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রয়াত লুৎফর রহমানের পুত্র সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রাহান তিতু, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ গাজী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা শওকত হোসেন প্রমুখ। এ সময় ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত লুৎফর সরদারের বিদ্রোহী জীবনের ওপর স্মৃতিচারণের পাশাপাশি মরহুমের মাজার ও স্মৃতি সংরক্ষণসহ দেশের জন্য অনন্য অবদান রাখায় তাকে যোগ্য সম্মানে সম্মানিত করার দাবি জানান বক্তারা। 8,013,237 total views, 8,137 views today |
|
|
|