ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের সাবেক মেম্বার গিয়াস উদ্দিনের পুত্র কলেজ শিক্ষক আব্দুল মান্নান(৪৫) মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সুন্দরবন সায়েন্স অ্যান্ড বিজনেস কলেজের শিক্ষক আ: মান্নান ১০ দিন ধরে করোনার সাথে যুদ্ধ করে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে বৃহস্পতিবার (১৬ জুলাই) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি পিতা, মাতা, স্ত্রী ও একটি মাত্র শিশু কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি বেশ কিছু দিন ধরে জ্বর, উচ্চ ডায়াবেটিস, শ্বাস কষ্ট ও ইউরোলজীর সমস্যায় ভুগছিলেন। উল্লেখ্য, তিনি গত ৬ জুলাই করোনা পরীক্ষার নমুনা প্রদান করে। ৭ জুলাই অসুস্থ হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। ৯ জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।