মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে ১৫ই জুলাই বুধবার বিকাল চারটায় বহু বাধা বিপত্তি পর অবশেষে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রাম ও মাগুরা কুনিতে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হলো।
সাতক্ষীরা পল্লী বিদ্যুতের মুন্সিগঞ্জ অফিসের দায়িত্বে থাকা এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল দুই এলাকার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক বাবু তাপস কুমার মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জিএম আব্দুর রউফ,উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ও মাগুরা কুনির স্থানীয় সকল জনগণ। আজ থেকে ৩৯০টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে পল্লী বিদ্যুতের পরিবার ভুক্ত হলো।