মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, কলবাড়ি ও নীলডুমুরে অবৈধ পোনা ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সরকারিভাবে দুই মাস সকল প্রকার মাছ কাঁকড়া রেণু ধরায় নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী তাদের এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সার্বিক তত্ত¡াবধানে ও নির্দেশনায় উপজেলার বুড়িগোয়ালিনী, কলবাড়ি ও নীলডুমুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দীক।
অভিযান পরিচালনাকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত গলদা, বাগদার রেণু বিক্রয় করার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ এর ১(ক) ধারায় ০৩ টি মামলায় নীলডুমুরের নূর মোহাম্মদ, মুন্সীগঞ্জের রাজক ও বাক্কারকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, নৌ পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত আনুমানিক ৪০ হাজার বাগদা ও গলদার রেণু নদীতে অবমুক্ত করা হয়।