Site icon suprovatsatkhira.com

বুধহাটা ইউপি চেয়ারম্যান মোছাদ্দেকের নিজ অর্থে কালভার্ট নির্মাণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে ব্যক্তিগত উদ্যোগে কালভার্ট নির্মান করছেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ তহবিল থেকে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে কালভার্টটির কাজের উদ্বোধন করেন তিনি।
শ্বেতপুর দক্ষিণপাড়া মেইন রাস্তায় কালভার্ট না থাকায় বর্ষা মৌসমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে স্থানীয় বাসিন্দারা এসময় খুবই অসহায় হয়ে পড়েন। ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক মানুষের দুরাবস্থা দেখে বিভিন্ন ভাবে পানি নিস্কাশন ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু ফল না হওয়ায় সম্পূর্ণ নিজস্ব অর্থে কালভার্ট নির্মাণের এ উদ্যোগটি গ্রহন করেছেন। কার্লভার্টটি নির্মান কাজ শেষ হলে এলাকার কয়েকশ পরিবার উপকৃত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version