নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা বাজারে একরাতে তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধহাটা কবির সুপার মার্কেটে হাবিবুল্লাহ মোবাইল হাউজের দোকানের শাটার বেঁকিয়ে চোরের দল দোকানে ঢুকে ২০টি মোবাইল, ২০টি মেমোরি ও ৩০টি মোবাইল ব্যাটারি, ড্রয়ারে রাখা টাকা নিয়ে যায়।
একই রাতে আদনান মিন্দারেশের শেখ মুদি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার বিভিন্ন মালামাল এবং নয়ন কম্পিউটার ও মোবাইল দোকানের শাটার একই ভাবে বেঁকিয়ে দোকানে ঢুকে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। তবে বুধহাটা বাজারে বাজার কমিটি ও পাহারাদার না থাকায় প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটছে বলে দাবি করেছেন স্থানীয় দোকানিরা।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/