বল্লী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় মৃত ব্যক্তির দাফন কাফন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় আমতলা গোড়াখাল জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বল্লী ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি জাহিদ বিন মশিউরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বল্লী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. বজলুর রহমান।
এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই মারা যাচ্ছে। যাদের দাফন কাফনের জন্য কেউ এগিয়ে আসছে না। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে যেভাবে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন কাফনে টিম গঠন করা হয়েছে সেটাতে আমি সহ আমার স্থানীয় প্রশাসন অনেক খুশি। তিনি আরো বলেন, আমি সহ আমার স্থানীয় প্রশাসন ইউনিয়ন বাসীর পাশে থেকে সর্বদা কাজ করে যাচ্ছি। এভাবেই বাকিটা সময় কাজ করে যাব ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে জাহিদ বিন মশিউর বলেন, দেশের ক্রান্তিকালে মানুষের দুর্ভোগ কমাতে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন কাফনের উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তারই প্রেক্ষীতে বল্লী ইউনিয়নেও একটি দল গঠন করা হয়। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজে এগিয়ে যেতে পারব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আমতলা খানজাহান আলী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোতাসিম বিল্লাহ, উপাধ্যক্ষ মাও. আব্দুল গফুর, বল্লী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাও. ইউনুস আল আনছারী প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোসলেম উদ্দিন।