নিজস্ব প্রতিনিধি : ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষে ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের আন্তরিক প্রচেষ্টায় আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত হচ্ছে সোলার সিস্টেম স্ট্রিট লাইট। আর এতেই সন্ধ্যা হলেই সয়ংক্রিয়ভাবে সারারাত ব্যাপী আলোকিত এসব এলাকা। রবিবার ও সোমবার সারাদিন ধরে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাঠে থেকে এ কর্মসূচি সফল করছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল।
এদিন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে, শোভনালীর গোদাড়া মোল্যা বাড়ির মোড়, উত্তর গোদাড়া পাড় বাড়ি জামে মসজিদের সামনে, মধ্য গোদাড়া আল আকসা জামে মসজিদ, সোদকনা দুর্গা মন্দির ও কালী মন্দিরের সামনের সড়কে এ সোলার সিস্টেম স্ট্রিট লাইট স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম, শ্রমিকলীগ সভাপতি, ঢালী মো. সামছুল আলম প্রমুখ।