Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

পাটকেলঘাটা প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও পুলিশের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পাটকেলঘাটার ধানদিয়া ও নগরঘাটায় বিট পুলিশং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। বিশেষ অতিথি ছিলেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন, এস আই জয়বালা, শাহাদাৎ হোসেন, সুব্রত কুমার শাহা সহ ইউপি সদস্যগণ। এ সময় প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ডাকাতি, ছিতনাই, বাল্যবিবাহ, ইফটিজিং সহ সমাজের সকল অপরাধ রোধ করতে জেলা পুলিশ একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের নির্দেশে থানার প্রতিটি ইউনিয়নে একজন, এস. আই এবং একজন এ. এস. আই কে বিট অফিসার হিসাবে নিযুক্ত করা হবে। পরিশেষে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version