জুলাই ১৪, ২০২০
পাটকেলঘাটায় কৃষক রাশেদুল হত্যার ঘটনায় গ্রেফতার-১
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় কৃষক রাশেদুল ইসলামের হত্যাকাÐে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম সরদার(৩৫)। গত ১১ জুলাই শনিবার রাতে কৃষক রাশেদুল ইসলামকে দুর্বৃত্তরা হত্যা করে বিলের ভিতরে লাশ ফেলে চলে যায়। রবিরার (১২ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত রাশেদুলের স্ত্রী চায়না বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১ তাং ১২.০৭.২০ ইং । পরবর্তীতে দুই দিন অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাÐের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা। পাটকেলঘাটা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার আসামিকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। খুব শীঘ্রই হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হবে’। 8,017,510 total views, 2,563 views today |
|
|
|