জুলাই ২৯, ২০২০
নেশার টাকা না দেয়ায় বড় ভাইকে গুলি করে হত্যার অভিযোগ
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ছোট ভাইকে নেশার টাকা না দেয়ায় বড় ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত রাসেল হোসেনের ছোট ভাই আমজাত হোসেন মিশাকে আটক করেছে পুলিশ। নিহত রাসেল ও তার আপন ছোট ভাই শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মৃত ইদ-উর রহমানের ছেলে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় তাদের নিজ বাড়িতেই এ হত্যার ঘটনা ঘটে। নিহতের চাচা জানান, বুধবার সকালে বড় ভাইয়ের কাছে জোরপূর্বক নেশার টাকা চাওয়ায় না দেয়ায় তাদের মধ্যে বাকবিতÐা হয়। এ সময় তার ছোট ভাই আমজাত হোসেন মিশা নিজ ঘরের ভিতর থেকে পিস্তল ও চাকু নিয়ে তার বড় ভাইয়ের ঘরের মধ্যে গিয়ে ঘাড়ে গুলি করে। স্থানীয় লোকজন বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। নিকট আত্মীয় স্বজনরা খবর পেয়ে রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোট ভাই বড় ভাইকে গুলি করে হত্যা করে ভারতে পালানোর সময় চেকপোস্ট সীমান্ত থেকে হত্যার আসামিকে পিস্তল, ৩রাউন্ড গুলি ও একটি চাকু সহ আটক করা হয়। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। লাশটি মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। 7,987,854 total views, 4,124 views today |
|
|
|